তালেবান হত্যা করলো আইএসের শীর্ষ নেতাকে
আফগানিস্তানে চরমপন্থী আইএসআইএস-কে`র শীর্ষ নেতাকে হত্যা করেছে ক্ষমতাসীন গ্রুপ তালেবান। ওই আইএসআইএস-কে নেতা ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যহারের সময় কাবুল বিমানবন্দরে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল তথ্যটি নিশ্চিত করেছে। অবশ্য, ওই নেতার নাম প্রকাশ করা হয়নি।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের সমন্বয়কারী জন কিরবি এক বিবৃতিতে তাকে ওই `নৃশংস হামলার পরিকল্পনাকারী` হিসেবে অভিহিত করেছেন। তালেবান ঠিক...