ইরানে গাড়ি উৎপাদন ৩৯ শতাংশ বেড়েছে
ইরানি অটো নির্মাতারা ১৪০১ ফারসি বছরের (২১ মার্চ ২০২২ থেকে ২০ মার্চ ২০২৩) ১২ মাসে ১৩ লাখ ৪৭ হাজার ৩৯৪টি যানবাহন উৎপাদন করেছে। পরিসংখ্যানে দেখা গেছে, ১৪০০ সালের (২১ মার্চ, ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) তুলনায় দেশটির গাড়ি উৎপাদন বেড়েছে ৩৯ শতাংশ।
অটোমোবাইল প্রস্তুতকারকদের মোট উৎপাদিত যানবাহনের ৮৭ দশমিক ৭ শতাংশ ছিল যাত্রীবাহী অটোমোবাইল (সেডান, ক্রসওভার এবং মিনি ক্রস-ওভার, হ্যাচব্যাক ইত্যাদি)।...