কানাডার কূটনীতিবিদকে বহিষ্কার করলো চীন
কানাডার এক এমপি ও তার পরিবারকে ভয় দেখানোর অভিযোগে সোমবার চীনা কূটনীতিক ঝাও ওয়াইকে বহিষ্কার করেছিল কানাডা৷ এর প্রতিশোধ হিসেবে মঙ্গলবার সাংহাইয়ের কানাডীয় কনস্যুলেটে কর্মরত এক কূটনীতিককে বহিষ্কার করেছে চীন৷
কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেইল পত্রিকার গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়, কানাডার সাংসদ মাইকেল চং ও তার পরিবারকে হংকংয়ে ভয় দেখানো হয়েছিল৷ চীনা কূটনীতিক ঝাও এই কাজে জড়িত ছিলেন বলে...