করাচিতে পিটিআই’র সিন্ধু শাখার সভাপতি ‘অপহৃত’
পিটিআই দাবি করেছে যে, তাদের দলের সিন্ধু শাখার সভাপতি আলি হায়দার জাইদি করাচিতে ‘অপহরণ’ করা হয়েছে।
পৃথকভাবে, দক্ষিণের এসএসপি আসাদ রাজা ডন ডটকমকে বলেছেন যে, করাচিতে ২৩ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে জাইদি তাদের মধ্যে ছিলেন কিনা তা তিনি নিশ্চিত করেননি।
তিনি বলেন, দলীয় কর্মীরা এফটিসি ফ্লাইওভারের কাছে সংবেদনশীল স্থাপনার বাইরে বিক্ষোভ করার জন্য ‘রেড জোন’-এর দিকে যাওয়ার চেষ্টা করছিলেন...