জ্বলছে পাকিস্তান! পাকিস্তানে সেনার সদর দপ্তরে হামলা ইমরানের সমর্থকদের
ইমরানের গ্রেফতারিতে জ্বলছে পাকিস্তান। গোটা দেশ ‘শাট ডাউনে’র ডাক ইমরানের দল পিটিআইয়ের। এ পরিস্থিতিতে মঙ্গলবার বিকাল থেকেই ইসলামাবাদ জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। জানা যাচ্ছে, ইমরান সমর্থকরা রাওয়ালপিণ্ডিতে সেনা সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি লাহোরে সেনা কমান্ডারদের বাসভবনের কম্পাউন্ডেও তাদের ঢুকে পড়ার কথা জানা যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ।
লাহোর, করাচি-সহ নানা শহরে রাজপথে অবরোধ ও বিক্ষোভ দেখাতে...