খেতে খেতেই সন্তানদের অডিশন! যোগ্য উত্তরসূরি বাছলেন বিশ্বের ধনীতম ব্যক্তি
পরিবারকে কতটা সময় দেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ? সন্তানরা আদৌ কি কাছে পায় ধনকুবের বাবাকে? প্রকাশ্যে এল ফরাসি বিলিয়নেয়ার বার্নার্ড আর্নল্টের জীবন যাপন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মাসে মাত্র একবার পাঁচ সন্তানের সঙ্গে দেখা করেন লুই ভুটো-র চেয়ারম্যান ও সিইও আর্নল্ট। ওই দিন ৯০ মিনিট ধরে সন্তানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন তিনি। পাশাপাশি, খেতে খেতেই তাদের সঙ্গে ব্যবসায়িক আলোচনাও করেন তিনি।...