মহিলার কানের ভিতর জাল বুনছে আস্ত মাকড়শা, ভিডিও ভাইরাল!
থাকার তাগিদে তিল তিল করে জাল তৈরি করে মাকড়শা। এটাই দস্তুর। কিন্তু সেই জাল যদি গড়ে ওঠে মানুষের কানের মধ্যে! পড়েই শিউরে উঠছেন তো? এমন ঘটনাই ঘটেছে চীনের মহিলার সঙ্গে। চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারেন তার কানে দিব্যি জাল তৈরি করছে মাকড়শা।
সিচুয়াং প্রদেশে গত ২০ এপ্রিল এই ঘটনা ধরা পড়ে। আসলে বেশ কিছুদিন ধরে কানের সমস্যায় ভুগছিলেন ওই মহিলা।...