নজরে ৪ কোটি ৭২ লাখ কোটি! মহাকাশ বাণিজ্যে এ বার চীনের সঙ্গে লড়াইয়ে ভারত
বাজার প্রায় ৪ লাখ ৪৭ হাজার কোটি ডলারের! টাকার অঙ্কে প্রায় ৪ কোটি ৭২ লাখ কোটি! আর তারই দখল নিতে নয়াদিল্লি-বেইজিং দ্বন্দ্ব বাধতে চলেছে মহাকাশে!
এ বার মহাকাশ বাণিজ্যেও চীনের সঙ্গে ভারত লড়াইয়ে নামতে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল)-এর তত্ত্বাবধানে গত কয়েক বছর ধরেই চলছে সেই প্রস্তুতি। আর্থিক চুক্তির ভিত্তিতে ধারাবাহিক ভাবে বিদেশি...