আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করলেন সুদানের জেনারেল হেমেডটি
লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় যাবেন না বলে জনিয়েছেন সুদানের লড়াইরত জেনারেলদের একজন, আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি ডাগালো।
দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত এ জেনারেল হেমেডটি নামে ভালোভাবে পরিচিত। তিনি বলেছেন তিনদিনের যুদ্ধবিরতির সময় তার যোদ্ধাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করা হয়েছে। ‘আমরা সুদানকে ধ্বংস করতে চাই না,’ তিনি বলছিলেন এবং চলমান সহিংসতার জন্য তিনি...