ফরাসি উৎসবে সেরা অ্যানিমেশন ‘দিস সাইড, আদার সাইড’
ফ্রান্সের প্যারিসে আয়োজিত ব্রিজ অব পিস ফিল্ম ফেস্টিভালে প্রশংসিত ইরানি চলচ্চিত্র "দিস সাইড, আদার সাইড" তিনটি সেরা অ্যানিমেশনের একটি হিসেবে নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক ইভেন্টটি অনলাইনে অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত অ্যানিমেশন মুভিতে পরিচালক লিদা ফজলি দেখান যে, আমরা সবসময় অন্য দিকে ভয় পাই, যদিও আমরা সবাই একই। যখন একটি যুদ্ধ তাদের পৃথিবীকে বিচ্ছিন্ন করে দেয়, তখন একটি ছোট মেয়ে এবং একটি ছোট ছেলে...