অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ, ছড়িয়ে পড়েছে দাবানল
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় সেখানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মঙ্গলবার দেশটির ফায়ার সার্ভিস সতর্ক করে এ তথ্য জানিয়েছে। দুই বছর বন্যা-বৃষ্টির পর অস্ট্রেলিয়ায় ফের উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। ২০১৯ ও ২০২০ সালের ‘ব্লাক সামারের’ পর নিউ সাউথ ওয়েলসের পরিস্থিতি খারাপ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিডনি থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে...