সায়ানাইড দিয়ে সাবেক প্রেমিকসহ ১২ বন্ধুকে খুন অন্তঃসত্ত্বার!
ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দুই বন্ধু। সেখানেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক বন্ধুর। পরে শরীরে মেলে ভয়ঙ্কর বিষ সায়ানাইড। কে মারল? তদন্তে নেমে অবাক পুলিশ। একের পর এক ১১ জনকে বিষ দিয়ে খুনের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। সকলেই ছিলেন তার বন্ধু। মহিলা বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
৩২ বছরের সারারত রাঙসিউথাপর্নকে গ্রেফতার করেছে থাইল্যান্ডের পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের...