ধাঁধার সমাধান করতে পারে মৌমাছিও
অভিজ্ঞ সহকর্মীদের দেখে ধাঁধার সমাধান করতে শিখেছে মৌমাছিও। যুক্তরাজ্যের একদল গবেষক এমনটাই বলছেন। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের বিশেষজ্ঞরা একটি ধাঁধার বাক্স খুলতে একদল মৌমাছিকে প্রশিক্ষণ দেন। ধাঁধার বাক্সটি খুলতে পারলে পুরস্কার হিসেবে বরাদ্দ রাখা হয় চিনি। গবেষণায় দেখা গেছে, এই মৌমাছিগুলো পরবর্তী সময়ে নিজেদের মৌচাকের অন্য মৌমাছিদের বাক্স খোলার পদ্ধতি শিখিয়ে দেয়। গবেষকরা দেখতে পেয়েছেন, সামাজিক শিক্ষা মৌমাছির আচরণের...