মূত্র পানের নির্দেশ
গেরুয়া শিবিরের হিন্দুত্ব আসলে ‘গোমূত্রধারী হিন্দুত্ব’। এ মর্মে আরএসএস-বিজেপিকে একযোগে তোপ দাগলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এমনকি বিজেপি কর্মীদের গোমূত্র পানেরও নির্দেশ দিলেন তিনি।
সম্প্রতি কংগ্রেসের সঙ্গে হাত মেলানো নিয়ে উদ্ধবপন্থী শিবসেনা দলের প্রতি কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। শিন্ডে শিবিরের ভাগ হয়ে যাওয়া এবং শিবসেনার নাম দখল করে নেওয়ার পর কার্যত অনেকখানিই শক্তি হারিয়েছে উদ্ধবপন্থীরা। হারানো শক্তি পুনরুদ্ধারের জন্য বিজেপিবিরোধী...