নেতিবাচক সুদহার নীতি থেকে সরে এলো জাপান
জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে) ১৭ বছর পর প্রথমবারের মতো নীতি সুদহার বাড়িয়েছে। এর মাধ্যমে দেশটি নেতিবাচক সুদহার নীতি থেকে সরে এল। অর্থনীতিকে চাঙ্গা রাখতে লম্বা সময় ধরে জাপানে সুদহার অপরিবর্তনীয় রাখা হয়েছিল। খবর অ্যাসোসিয়েটেড প্রেস। জরুরি এক সভায় সম্প্রতি ব্যাংক অব জাপান ব্যাংক ঋণের হার মাইনাস দশমিক ১ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য থেকে দশমিক ১ শতাংশে উন্নীত করেছে। পদক্ষেপটির মাধ্যমে...