খাইবার পাখতুনখোয়ায় ৩ সন্ত্রাসী নিহত : পাকিস্তানের আইএসপিআর
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলার লোসুম এলাকায় গোয়েন্দা ভিত্তিক অভিযানে (আইবিও) নিরাপত্তা বাহিনীর হাতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সম্প্রতি দেশটির আন্তঃবাহিনী পরিদপ্তরের জনসংযোগ শাখা (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা বলা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এর ফলে তিন সন্ত্রাসী নিহত হয়। এ সময় তাদের...