ইমরান-সমর্থক পাকিস্তানি সাংবাদিককে হত্যা, এবার জাতিসংঘের দ্বারস্থ তার স্ত্রী
কেনিয়ায় নিহত একজন খ্যাতনামা পাকিস্তানি অনুসন্ধানী সাংবাদিকের স্ত্রী তার স্বামীকে গুলি করে হত্যার ঘটনার স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছেন। জাভেরিয়া সিদ্দিক বলেছেন, আরশাদ শরীফের ওপর গুলি চালানোর তদন্তটিকে কেনিয়ান এবং পাকিস্তানি পুলিশ ব্যর্থ করে দিয়েছে।
গত বছরের অক্টোবর মাসে কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে রাস্তা অবরোধ করে পুলিশ শরীফকে গুলি করে হত্যা করে। বিবিসির সংবাদদাতা ইমানুয়েল ইগুনজা জানাচ্ছেন, জাভেরিয়া সিদ্দিক...