বিশ্বের ৮২ দেশের মধ্যে পাকিস্তানে চীনের প্রভাব বেশি
বিশ্বের যে ৮২টি দেশে চীনের প্রভাব রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পাকিস্তানে। তাইওয়ান-ভিত্তিক গুজববিরোধী গোষ্ঠী ডাবলথিঙ্ক ল্যাবের চায়না ইন দ্য ওয়ার্ল্ড (সিআইটিডব্লিউ) নেটওয়ার্ক পরিচালিত দ্য চায়না ইনডেক্স-২০২২ শিরোনামের এক সমীক্ষায় এমনটাই দেখা গেছে।গত বছরের ডিসেম্বরে প্রকাশিত ওই সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রযুক্তি, পররাষ্ট্র নীতি ও সামরিক খাতে চীনের প্রভাব সবচেয়ে বেশি। ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট ফর পিস (ইউএসআইপি)-এর সিনিয়র ফেলো...