বিলকিসের ১১ ধর্ষকের অকালমুক্তি, গুজরাট ও মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নোটিস
তাকে ধর্ষণে সাজাপ্রাপ্ত ১১ আসামিকে গুজরাট সরকারের আগাম মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্ট মামলা করেছিলেন বিলকিস বানো। ওই মামলায় কেন্দ্র ও গুজরাট সরকারের জবাবদিহি চেয়ে নোটিস পাঠাল ভারতের শীর্ষ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, আসামিদের অপরাধ ছিল ‘ভয়াবহ’ ঘটনা। ১৮ এপ্রিল এ মামলার শুনানি হবে।
বিচারপতি কে এম জোসেফ এবং বিভি নাগারত্না বেঞ্চ কেন্দ্র এবং গুজরাট সরকারকে আসামিদের আগাম মুক্তির বিষয়ক যাবতীয় নথি আদালতে...