রাতের অন্ধকারে মাছেদের শীৎকারে ছড়াল আতঙ্ক!
শীতের কনকনে রাত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে অঞ্চলে আচমকাই অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগল। একদল বন্ধুর কার্যত পিলে চমকে উঠল যা শুনে। কোথা থেকে আসছে এমন রহস্যময় শব্দ? ভিনগ্রহের প্রাণীরা কি নেমেছে সমুদ্রগর্ভে? নাকি কাছাকাছি অবস্থিত সেনা ছাউনিতে চলছে কোনও গোপন অপারেশন? নানা জনের মত।
তবে বিজ্ঞানীরা যা বলছেন, তা আরও বিচিত্র। ওই শব্দ আসলে কিছুই নয়, মাছেদের শীৎকার!...