দেউলিয়া
তীব্র আর্থিক সংকটে দেউলিয়া হয়ে পড়া ভারতের সস্তার এয়ারলাইন্স গো ফার্স্ট আগামী তিন দিন তাদের সব ফ্লাইট বাতিল করেছে। এজন্য ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টিকিটের ‘পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে’ বলেও জানিয়েছে গো ফার্স্ট কর্তৃপক্ষ। ২০১৯ সালে জেট এয়ারওয়েজের পতনের পর এই প্রথম ভারতের বড় কোনো এয়ার লাইন অথেআ অভাবে ঋণ খেলাপি হল। গো ফার্স্ট কৃর্তপক্ষ এজন্য যুক্তরাষ্ট্রের ইঞ্জিন প্রস্তুতকারক কোম্পানি ‘প্রাট...