বিশেষ সম্মাননা পেলেন ইমাম
মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন ইমাম। চলছিল পবিত্র কুরআনের তিলাওয়াত। এ সময় একটি বিড়াল আশপাশ দেখে ইমামের বুকের কাছে লাফ দিয়ে উঠে। ইমামও বিরক্ত না হয়ে বিড়ালটিকে আদর করার পাশাপাশি কাঁধে উঠতে সহযোগিতা করেন। কিছুক্ষণ কাঁধে অবস্থানের পর বিড়ালটি আবার লাফ দিয়ে চলে যায়। আলজেরিয়ায় বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ইমাম শায়খ ওয়ালিদ...