দিল্লির দেড়শো বছর আগের সব অপরাধ প্রকাশ পেল যেভাবে
১৮৭৬ সালে জানুয়ারির এক শীতের রাত। দুই ক্লান্ত পথিক কড়া নাড়ে দিল্লির সাবজি মান্ডি এলাকায় মোহাম্মদ খানের বাড়িতে। ভারতের রাজধানীর এই এলাকা সরু অলি গলিতে ভর্তি। দুই পথিক রাতের জন্য আশ্রয় প্রার্থনা করেন মোহাম্মদ খানের কাছে। খান বেশ সাদরেই অতিথিদের তার নিজের ঘরে ঘুমাতে দেন। কিন্তু সকালে উঠে আবিষ্কার করেন লোক দুটি হাওয়া। সেইসঙ্গে তিনি তাদের ঘুমানোর জন্য যে তোশক...