ভারতে খর্ব নাগরিক অধিকার, স্বাধীনতা নেই সংবাদমাধ্যমের! জানাল মার্কিন রিপোর্ট
ফের প্রকাশ্যে ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মার্কিন রিপোর্ট। চাঞ্চল্যকর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে উদ্বেগজনক ভাবে ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে বেআইনি তথা নির্বিচারে হত্যা, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতি সহিংসতার ঘটনা। মোদি সরকারকে অস্বস্তিতে ফেলে প্রতিবেদনটি প্রকাশ্যে এনেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
এ প্রতিবেদনে বিশেষ করে উল্লেখ করা হয়েছে বিচারবহির্ভূত হত্যা,...