কিয়েভ সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন মার্কিন স্পিকার
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মার্কিন স্পিকার।
বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্পিকারকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন অক্ষুন্ন রাখা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও সামরিক সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা আদায় করা।
বুধবার মার্কিন টেলিভিশন...