ফিলিস্তিনের হুওয়ারা গ্রামটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া প্রয়োজন : ইসরায়েলি মন্ত্রী
ফিলিস্তিনি গ্রামটি ধ্বংসের হুমকি দিয়েছেন এক ইসরায়েলি মন্ত্রী। এ ফিলিস্তিনি গ্রামটিকে মানচিত্র থেকে মুছে ফেলার ওই হুমকির বিষয়ে তীব্র নিন্দা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল্কার তুর্ক। এ সময় তিনি ওই বিষয়ে শঙ্কাও প্রকাশ করেন।শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে দেওয়া এক বক্তৃতায় ইসরায়েলি মন্ত্রীর ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তুর্ক বলেন, ‘এটা হিংসা এবং শত্রুতা উদ্রেককারী একটি অকল্পনীয় বিবৃতি।’জায়নবাদী...