সোনা পাচারকালে এয়ার ইন্ডিয়ার ক্র ু আটক
হাতের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে সোনা পাচারের সময় এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (৮ মার্চ) কেরালার কোচি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। শাফি নামের ওই ক্রু স্থানীয় ওয়ানাদা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।কাস্টমস প্রিভেনটিভ কমিশনারেটের কাছে গোপন খবর আসে, বাহরাইন-কোজিকোদ-কোচি রুটের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কেবিন ক্রু সোনা বহন করছেন। ফুলহাতা শার্ট পরিহিত ওই ক্রু দুই হাতের...