লেবানন ছাড়বে না শান্তিরক্ষীরা, ইসরাইলের হুমকি উপেক্ষা জাতিসংঘের
ইসরাইলের পক্ষ থেকে যত চাপই আসুক, লেবাননে নিযুক্ত শান্তিরক্ষী বাহিনী তাদের অবস্থান ছাড়বে না বলে জানিয়েছে জাতিসংঘ। লেবাননে জাতিসংঘ অন্তর্র্বর্তী বাহিনী বা ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী শান্তিরক্ষীদের `বস্নু লাইন` বরাবর অবস্থান থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত সরে যেতে বলেছে। বস্নু লাইন হলো লেবানন এবং অধিকৃত অঞ্চলের মধ্যে সীমানা রেখার জন্য ব্যবহৃত শব্দ।
ইউনিফিলের মুখপাত্র টেনেন্টি বলেন, ইসরাইলের হামলা...