ক্যানেলের পানি সবুজ
ইতালির ভেনিসে বিখ্যাত গ্র্যান্ড ক্যানেলের পানির কিছু অংশে রবিবার হঠাৎ উজ্জ্বল সবুজাভ বর্ণ দেখা যায়। ইতালির ভেনিসে বিখ্যাত গ্র্যান্ড ক্যানেলের পানির কিছু অংশে রবিবার হঠাৎ উজ্জ্বল সবুজাভ বর্ণ দেখা যায়। এটি পরিবেশবাদীদের প্রতিবাদ কি না—সেই জল্পনা-কল্পনার মধ্যেই পুলিশ এর উৎস খুঁজতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ভেনেটো অঞ্চলের গভর্নর লুকা জাইয়া খিলানযুক্ত রিয়াল্টো ব্রিজের কাছে পানির মধ্যে ছড়িয়ে পড়া সবুজ তরলের...