বাংলাদেশে বিক্ষোভ দমনে বলপ্রয়োগ বন্ধ ও আটকদের মুক্তির আহ্বান ৮ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের
বাংলাদেশে বিরোধীদের বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের নিষ্ঠুরতার পথ অবলম্বন এবং অতিরিক্ত বল প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে আটটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সোমবার (৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাগুলো বাংলাদেশের ঘটনাবলি নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিএনপির নেতৃত্বে বিরোধী দলগুলোর সমাবেশ ও বিক্ষোভে সরকারের আচরণে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সেই সঙ্গে ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত আটক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংস্থাগুলো।
বিবৃতিতে স্বাক্ষর করেছে অ্যান্টি-ডেথ...