ক্রাসনি লিমানে ৮ শতাধিক সেনা হারিয়েছে কিয়েভ
যুদ্ধের জন্য ফের যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন রাশিয়ার সঙ্গে যুদ্ধের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র : ল্যাভরভবাখমুতের পশ্চিম অংশে অবস্থান নিয়েছে ইউক্রেনের সেনানিষেধাজ্ঞায় যোগ দেবে না তুরস্কইউক্রেনীয় সামরিক বাহিনী গত কয়েকদিন ধরে ক্র্যাসনি লিমান এলাকায় রাশিয়ান সৈন্যদের অবস্থানগুলোতে আক্রমণ করার চেষ্টা করেছিল, এর ফলে তারা একটি ব্যাটালিয়ন (প্রায় ৮০০-১০০০ সেনা) হারিয়েছে, লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) পিপলস মিলিশিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট-কর্নেল আন্দ্রে মারোচকো বুধবার...