বিশ্বের শীর্ষ বিস্কুট ব্যবসায়ী মুহাম্মদ আলী জিন্নাহর নাতি নুসলি
নুসলি ওয়াদিয়া শুধু ভারত নয়, বিশ্বেরও অন্যতম বিত্তবান ব্যক্তি তিনি। ব্যবসায়িক পরিবারে বেড়ে ওঠা তার। দাদা, বাবা সবাই ব্যবসায় নাম উজ্জ্বল করেছেন। বড় হয়ে একই পথ বেছে নিয়েছেন তিনিও। আর তাতে সফলও হয়েছেন। নুসলির আরো একটি পরিচয় রয়েছে। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর নাতি। ভারতীয় ব্যবসায়ী নুসলির একাধিক সংস্থা রয়েছে। বিস্কুট থেকে বিমান— সব সংস্থাই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
গত...