রমজানে দিনে ৫ বার জীবাণুমুক্ত করা হয় মসজিদে নববী
রমজান মাসে মুসলমানদের দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববী প্রতিদিন ৫ বার জীবাণুমুক্ত করা হয়। সউদী আরবের সরকারি বার্তাসংস্থা সউদী প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির দৈনিক সউদী গেজেট।এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে মসজিদে নববীর পুরো কম্পাউন্ড দিনে ৫ বার জীবাণুমুক্ত করা হয় এবং শৌচাগারগুলো পরিষ্কার করা হয় দিনে অন্তত ১০ বার। আরও বলা...