১০ লক্ষ তিব্বতি শিশুকে কেড়ে নিয়েছে চীন! জাতিসংঘের রিপোর্টে চাঞ্চল্য
কমপক্ষে ১০ লক্ষ তিব্বতি শিশুকে পরিবারের কাছ থেকে কেড়ে নিয়েছে চীন। সম্প্রতি তিব্বতে চীনা দমননীতি নিয়ে উপস্থাপন করা এক রিপোর্ট এমন দাবি করেছেন জাতিসংঘের তিন বিশেষজ্ঞ।
ফার্নান্দ দে ভারেন্নেস, ফরিদা শাহিদ ও আলেকজান্দ্রা জানথাকির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কমপক্ষে ১০ লক্ষ তিব্বতি শিশুকে পরিবারের কাছ থেকে কেড়ে নিয়েছে বেইজিং। জাতিসংঘের ওই বিশেষজ্ঞদের কথায়, “গত কয়েক বছরে অত্যন্ত উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসেছে।...