ফেরাউন আমলের মমি
মিসরের প্রতœতাত্ত্বিকরা দ্বিতীয় ফারাও রামসেস-এর মন্দিরে রাখা ২ হাজারটিরও বেশি প্রাচীন মমিকৃত ভেড়ার মাথা আবিষ্কার করেছেন। মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় রোববার বলেছে, নিউইয়র্ক ইউনিভার্সিটির আমেরিকান প্রতœতাত্ত্বিকদের একটি দল দক্ষিণ মিসরের প্রাচীন উপাসনালয় এবং ফারাওদের সমাধির জন্য বিখ্যাত আবিডোসে খনন করার সময় এ প্রাচীন সমাধিটি আবিষ্কার করেছে। মাথার অবশিষ্টাংশ আবিষ্কার করেছে। এসবের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভেড়ার পাশাপাশি কুকুর, ছাগল, গরু,...