নতুন রূপে ম্যাভেরিক পিকআপ
ছোট আকারের ম্যাভেরিক পিকআপ ট্রাকের নকশায় ব্যাপক পরিবর্তন এনেছে ফোর্ড মোটর। এ গাড়ির ২০২৫ মডেলে প্রযুক্তি, সক্ষমতা ও হাইব্রিড অপশনের ক্ষেত্রে থাকছে নতুনত্ব। ম্যাভেরিকের অভ্যন্তরীণ ও বাহ্যিক সজ্জায় পরিবর্তনের মধ্যে থাকছে ১৩ দশমিক ২ ইঞ্চি সেন্টার টাচস্ক্রিন, অল-হুইল-ড্রাইভ হাইব্রিড অপশন এবং ফাইভজি মডেল, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যানড্রয়েড অটোসহ কানেকটিভিটি ফিচার।
ফোর্ডের এন্ট্রি লেভেলের এই পিকআপ ২০২১ সালে বাজারে এলে ভালোই...