‘হিন্দুপ্রধান’ জম্মু দিয়ে বিজেপির পক্ষে ‘মুসলিম প্রধান’ কাশ্মির জেতা কি সম্ভব?
তখন বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ হবে। শ্রীনগরে শের-ই-কাশ্মির ক্রিকেট স্টেডিয়ামে বিজেপির হয়ে নির্বাচনী জনসভা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবেমাত্র হেলিকপ্টারে জম্মুর উদ্দেশে রওনা হয়ে গেছেন, রাজ্যের ক্রিকেট কর্মকর্তারা ভেতরে ঢুকে মাঠের হাল দেখে রীতিমতো গজগজ করতে শুরু করে দিলেন!
তাদের আক্ষেপের কারণ, বিজেপি কি গোটা কাশ্মিরে এই স্টেডিয়াম ছাড়া আর কোথাও জনসভা করার জায়গা পেল না? সামনের মাসেই এই মাঠে...