মুম্বাইতে মসজিদ রক্ষায় শত শত মুসলিমের অবরোধ
একটি মসজিদের কথিত অবৈধ অংশ ভেঙে ফেলার পরিকল্পনার বিরোধিতায় শত শত মুসলিম ও স্থানীয় বাসিন্দা গতকাল বৃহম্মুম্বাই মিউনিসিপ্যাল কপোরেশনের দফতরের বাইরে বিক্ষোভ করেছে। এর ফলে কর্তৃপক্ষ ৮ দিনের জন্য মসজিদের ‘অবৈধ’ অংশ ভাঙার কাজ স্থগিত করেছে। এর মধ্যেই মসজিদ কর্তৃপক্ষকে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করতে হবে।
গতকাল বিরাজমান পরিস্থিতির প্রেক্ষিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন...