জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে
ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট শুক্রবার জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন পড়েছে। গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম।
মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরীয়রা। এরপরে আছেন ভেনেজুয়েলা (৯ শতাংশ) ও আফগানিস্তানের (৮ শতাংশ) নাগরিকেরা। মোট আবেদনের তিন-চতুর্থাংশের বেশি পেয়েছে জার্মানি, স্পেন, ইটালি ও ফ্রান্সের কর্তৃপক্ষ। ইউরোস্ট্যাট বলছে, ২.৯ শতাংশ আবেদন...