ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা
১৯৯৭ সালে প্রিন্সেস ডায়নার মৃত্যুর সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন ধনকুবের ডোজি আলফায়েদ। এবার তার বাবা মহম্মদ আল ফায়েদের বিরুদ্ধে উঠল ভয়ংকর অভিযোগ। বিবিসি সূত্রে জানা যাচ্ছে, পাঁচজন মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। প্রসঙ্গত, ৯৪ বছরের আল ফায়েত গত বছরই মারা গিয়েছেন।
ব্রিটেনের অভিজাত বিপণি ‘হ্যারডসে’র মালিক ছিলেন আল ফায়েদ। ১৯৮৫ থেকে ২০১০ সাল পর্যন্ত তার হাতে ওই বিখ্যাত বিপণির...