দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা কেজরিওয়ালের, সরকার গড়ার দাবি অতিশীর
চারদিনের নাটকীয় টানাপোড়েনে ইতি। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল। পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে গিয়ে ইস্তফাপত্র তুলে দেন কেজরি। একই সঙ্গে তার পছন্দের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অতিশী নতুন করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। শীঘ্রই শপথ নেবেন তিনি।
মঙ্গলবার বিকালে কেজরিওয়াল অতিশী এবং মণীশ সিসোদিয়াকে সঙ্গে নিয়ে উপরাজ্যপালের বাসভবনে যান। সেখানেই নিজের ইস্তফার কথা সরকারিভাবে ঘোষণা...