৪০ মুসলমানকে বিদেশি আখ্যায় বন্দিশিবিরে প্রেরণ ভারতে
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ৪০ জন বাংলাভাষী মুসলমানকে বিদেশি বলে চিহ্নিত করে বন্দিশিবিরে পাঠানো হয়েছে। গত প্রায় এক মাসে, তিন দফায় বরপেটা জেলার ওই বাসিন্দাদের বিদেশি হিসাবে চিহ্নিত করেছে ওই রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল। এদের মধ্যে নয়জন নারী আছেন। আটকদের মধ্যে অন্তত একজনের সন্ধান পাওয়া গেছে যার পরিবার দাবি করছে তার নাম জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকায় রয়েছে, অর্থাৎ তিনি যে...