ডিজিটাল ওয়ালেট প্রকল্পে নগদ অর্থ প্রদান করবে থাইল্যান্ড
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা মঙ্গলবার বলেছেন যে, সরকারের ৪৫০ বিলিয়ন বাথ (১৩১০ কোটি ডলার) ‘ডিজিটাল ওয়ালেট’ হ্যান্ডআউটের একটি অংশ নগদে বিতরণ করা হবে।
এটি পেতংতার্নের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রতিশ্রুতি ছিল। এ বিষয়ে বিশদ বিবরণ এখনও চূড়ান্ত করা হচ্ছে এবং সংসদে একটি নীতি বিবৃতিতে ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন। ডিজিটাল ওয়ালেট হ্যান্ডআউট প্রোগ্রামে এর আগে ৫০ মিলিয়ন থাইকের বিপরীতে ১০,০০০ বাথ...