নেকড়ের হামলায় এবার উত্তরপ্রদেশে আহত বছর পাঁচেকের শিশু
নরখাদক নেকড়ের আতঙ্ক আটছে না ভারতের উত্তরপ্রদেশে। এবার বাহরাইচ জেলার গিধরপুর নামে এক গ্রামে হানা দিল নেকড়ে বাহিনী। তাদের হামলায় আহত হয়েছে বছর পাঁচেকের এক শিশু। তড়িঘড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা। শিশুটি ঘাড়ে ও হাতে গুরুতর আঘাত পেয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
শিশুটির পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে দাদীর সঙ্গে ঘুমচ্ছিল শিশুটি। মাঝরাতে হঠাৎ চিৎকার শুনে জেগে ওঠে...