খাদ্য নিরাপত্তাহীনতায় কেন পাকিস্তান?
গম সংগ্রহের কোটা কমানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে রাস্তায় নেমেছেন কৃষকরা। এই বিক্ষোভের কেন্দ্রস্থল সিন্ধু প্রদেশ, যে প্রদেশটি আগাম গম উৎপাদনের জন্য বিখ্যাত। গম কাটার শেষের দুই মাস পরেও তাদের বিক্ষোভে অচলাবস্থা রয়ে গেছে বলে এআরওয়াই নিউজ জানিয়েছে। সিন্ধুভিত্তিক হরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আকরাম খাসখেলি ডায়ালগ আর্থকে বলেন, ‘সরকার গম কেনার জন্য একটি নির্দিষ্ট হার নির্ধারণ করেছিল এবং...