মুরগির ডিমে সাপের বাচ্চা!
আর পাঁচটা দিনের মতোই রান্নায় মন দিয়েছিলেন গৃহকর্ত্রী। ছেলের পছন্দের খাবার, ডিম ভাজতে গিয়েছিলেন তিনি। প্রয়োজনীয় সবকিছু জোগাড় করে ডিম ফাটাতেই চক্ষু ছানাবড়া! ভিতর থেকে বেরিয়ে আসে মৃত সাপের বাচ্চা। হ্যাঁ! এই রকমই আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকলেন পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বর থানার ডিহি পাড়ার মান্নান পরিবার।জামুরিয়া বিধানসভার পাণ্ডবেশ্বর থানার ডিহি পাড়ার বাসিন্দা শেখ মান্নান। তার স্ত্রী মালা বিবি সকালে তার ছেলের জন্য...