মস্কোভিমুখী ৫টি ড্রোন নামিয়েছে রাশিয়া
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার রাজধানী অভিমুখে উড়ন্ত একটি পঞ্চম মানববিহীন বিমান (ইউএভি) নামিয়েছে।তিনি লিখেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর ইউএভিগুলোর আক্রমণ প্রতিহত করে চলেছে এবং মস্কোর দিকে লেনিনস্কি মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্টে আরেকটি ড্রোন নামিয়েছে। সমস্ত পরিষেবা সাইটে কাজ করছে’। সূত্র : তাস।