বাইকের চেনে ওড়না আটকে তরুণীর গলায় ফাঁস
বাইক নিয়ে মাঝেমধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন তরুণী। সোশ্যাল মিডিয়ায় সেসব ভিডিও ফুটেজও পোস্ট করেন তিনি। কিন্তু সেই কাজ করতে গিয়েই এবার বিপদের মুখে পড়লেন তিনি। গলায় ওড়না জড়িয়ে, হেলমেট পরে বাইক চালাচ্ছিলেন তিনি। হঠাৎ বাইকের চেনের সঙ্গে ওই তরুণীর ওড়না আটকে যায়। ফাঁস লেগে ওড়নার টানে মাথা নিচু হয়ে যায় তরুণীর। পরে আশপাশের লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। সোশ্যাল...