১০২ বছর বয়সে স্কাইডাইভ করে বিশ্ব রেকর্ড
১০০ বছর পার করেও স্কাইডাইভ করে রেকর্ড গড়েছেন যুক্তরাজ্যের এক সাহসী নারী। নাম মানেট বেইলি, তার বয়স ১০২ বছর। নিজের জন্মদিন উপলক্ষ্যে আকাশে ভেসে বেড়িয়ে এভাবেই উদযাপন করেছেন তিনি। এই বয়সে তার এমন সাহসী কাজের জন্য বাহবা জানিয়েছেন সকলেই।
সফলভাবে স্কাইডাইভ করার পর আনন্দে আত্মহারা বেইলি। এই নিয়ে তিনি জানান, ‘এর আগে ৮৫ বছর বয়সী একজন পুরুষ প্রথমবারের মতো সফলভাবে স্কাইডাইভ...