বানর নিয়ন্ত্রণের পরিকল্পনা
থাইল্যান্ডের এক শহরের স্থানীয় সরকার দুষ্টু বানরদের রুখতে অনন্য উপায় অবলম্বন করেছেন। দেশটির লোপবুরি অঞ্চলে বানরের কারণে স্থানীয় লোকজন খুবই উদ্বিগ্ন, যার কারণে সরকার বানর নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন বানর ধরার জন্য রাস্তায় বড় বড় খাঁচা বসিয়ে বানরদের খাওয়ার জন্য ফল ও অন্যান্য জিনিসপত্র রেখে দেয়। বানররা খাঁচার দিকে চলে যায় এবং তাতে বন্দি হয়ে...