এভারেস্ট জয়ের রেকর্ড
বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্টের শিখর জয়ে এবার নতুন রেকর্ড লিখলেন ফুঞ্জো লামা। মাত্রা সাড়ে ১৪ ঘণ্টাতেই এভারেস্টের শিখর জয় করেছেন তিনি। এত কম সময়ে এর আগে আর কোনও মহিলা পর্বতারোহীর এভারেস্ট জয়ের কৃতিত্ব নেই। দ্রুততম মহিলা এভারেস্টজয়ী হিসেবে ইতিহাস লিখলেন নেপালের পর্বতারোহী ফুঞ্জো লামা। সাধারণত এভারেস্টের শৃঙ্গ জয় করতে পর্বতারোহীরা কয়েক দিন লাগিয়ে দেন। বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ক্যাম্পে রাত কাটিয়ে...