ভারতকে ‘সোনোবয়’ বিক্রির সবুজ সংকেত আমেরিকার
শীঘ্রই ভারতীয় নৌবাহিনীর সঙ্গী হতে চলেছে অত্যাধুনিক ‘সোনোবয়’। ডুবোজাহাজ খুঁজতে পারদর্শী অত্যাধুনিক এই প্রযুক্তি ভারতকে বিক্রির ছাড়পত্র দিলেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিকেন। শনিবার ওয়াশিংটনের তরফে এ কথা জানানো হয়েছে। অত্যাধুনিক এই যন্ত্রের আনুমানিক দাম আমেরিকার তরফে ঠিক করা হয়েছে ৫২.৮ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৪২.৫৩ কোটি।
ভারতকে সোনোবয় বিক্রির প্রসঙ্গে শনিবার এক বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা...