চওড়া জিহ্বায় গিনেস রেকর্ড
আমেরিকার টেক্সাস রাজ্যের এক নারী বিশ্বের সবচেয়ে চওড়া জিহ্বার অধিকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। ব্রিটনি ল্যাকেভ নামের এই মহিলার আশ্চর্যজনকভাবে চওড়া জিহ্বা ৩.১১ ইঞ্চি। যার ভিত্তিতে গিনেস তাকে বিশ্বের দীর্ঘতম জিহ্বার অধিকারী ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রিটানি ল্যাকেভ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছেন যে, তিনি এই সম্মান অর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন যখন তিনি আগের রেকর্ডধারী এমিলি শেলাঙ্কার সম্পর্কে জানতে পারেন, যার...