রাশিয়ায় রাষ্ট্রদ্রোহিতার দায়ে দ্বৈত নাগরিকের কারাদণ্ড
রাশিয়া ও অ্যামেরিকার দ্বৈত নাগরিক সেনিয়া কারেলিনাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার এক আদালত। ইউক্রেনকে সমর্থন করা একটি দাতব্য সংস্থাকে অর্থসহায়তার দায়ে তাকে কারাদণ্ড দেয়া হয়। তার আগে একই আদালতে ওয়াল স্ট্রিটের সাংবাদিক ইভান গেরশকোভিচের মামলার শুনানি হয়েছিল। পরে অবশ্য পশ্চিমা দেশগুলোর সাথে হওয়া রাশিয়ার বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান গেরশকোভিচ।
আদালত জানায়, তদন্তে প্রতীয়মান হয়েছে যে, ২৪...