বিতর্কিত সিএএ-তে প্রথম নাগরিকত্ব দেয়া হলো আসামে, শুরু প্রতিবাদ
সিএএ বিরোধী আন্দোলনে মৃত্যু হয়েছিল ৫ জনের। সেই আসামে প্রথম নতুন আইনে ভারতের নাগরিকত্ব পেলেন এক তথাকথিত বাংলাদেশি হিন্দু। শিলচরের বাসিন্দা দুলন দাসকে বৃহস্পতিবার নাগরিক হিসাবে ঘোষণা করা হয়েছে। আসলে বাংলাদেশী বংশোদ্ভূত বাসিন্দা দুলন ১৯৮৮ সাল থেকে আসামের শিলচরে বসবাস করেছেন। ওই হিন্দু প্রৌঢ় নাগরিকত্ব পেতেই শুরু হয়েছে প্রতিবাদ।
জুলাই মাসে নাগরিকত্ব আইনের রুল জারি হয়। মনে করা হচ্ছিল আসামেই লক্ষ...