‘রাত দখলে’ পশ্চিমবঙ্গের পাশে লন্ডন-আটলান্টাও
মেয়েরা, রাতের দখল নাও। গত কয়েকদিন ধরে এই পোস্টারে ছয়লাপ সোশাল মিডিয়া। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ রাজ্য। কর্তব্যরত অবস্থায় তরুণীর এমন মর্মান্তিক পরিণতি হল কেন, সেই বিচার চেয়ে, পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন মহিলারা। বাংলার এই সাহসিনীদের সঙ্গে মিলে গেল লন্ডন-আটলান্টাও। ভারত থেকে বহুদূরে অবস্থিত এই দুই শহরেও ছড়িয়ে গেল প্রতিবাদের ধ্বনি।
স্বাধীনতা...